১০:২৩ অপরাহ্ন, বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬

লন্ডনে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের দূতাবাস উদ্বোধন

ফিলিস্তিন ভূখণ্ড/ ছবি : এএফপি

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সাড়ে তিন মাস পর যুক্তরাজ্যে দূতাবাস স্থাপন করা হয়েছে । সোমবার (৫ জানুয়ারি) থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ‘স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র’ ফিলিস্তিনি দূতাবাস আনুষ্ঠানিক ভাবে কাজ শুরু করেছে।

পশ্চিম লন্ডনে ‘প্যালেস্টাইন মিশন ইন ব্রিটেন’-এর ভবনে চালু হওয়া নতুন দূতাবাসের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিয়েছেন হুসাম জোমলত।

ফিলিস্তিনি দূতাবাসের আনুষ্ঠানিক উদ্বোধনের হুসাম বলেন, ‘আমরা আজ একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী, পূর্ণ কূটনৈতিক মর্যাদা ও সুবিধাসহ প্যালেস্টাইন রাষ্ট্রের দূতাবাসের উদ্‌বোধন হলো ব্রিটেনে। ব্রিটেন ২০২৫ সালের সেপ্টেম্বরে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছিল। তারই ফলশ্রুতিতে কূটনৈতিক মিশনটি দূতাবাসে উন্নীত হয়েছে।’

গাজায় ইসরায়েলের হামলা ও জাতিগত নিধনের প্রেক্ষিতে সে সময় অস্ট্রেলিয়া, স্পেন, কানাডা-সহ আরও কয়েকটি দেশও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছিল। প্রসঙ্গত, ফিলিস্তিনি স্বাধীনতা আন্দোলনের কিংবদন্তি নেতা, প্রয়াত ইয়াসের আরাফাতের গড়া সংগঠন ‘ফাতা’-র নেতৃত্বাধীন জোট ‘প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন’ (পিএলও)-এর নিয়ন্ত্রণে রয়েছে পশ্চিমতীর ভূখণ্ড।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলের গণহত্যায় কমপক্ষে ৭০ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭১ হাজার ০৬৯ জন আহত হয়েছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

ডিএস,.

জনপ্রিয়

নীলফামারীতে আরডিআরএস’র উদ্যোগে ‎শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

লন্ডনে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের দূতাবাস উদ্বোধন

প্রকাশিত : ১১:৪৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সাড়ে তিন মাস পর যুক্তরাজ্যে দূতাবাস স্থাপন করা হয়েছে । সোমবার (৫ জানুয়ারি) থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ‘স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র’ ফিলিস্তিনি দূতাবাস আনুষ্ঠানিক ভাবে কাজ শুরু করেছে।

পশ্চিম লন্ডনে ‘প্যালেস্টাইন মিশন ইন ব্রিটেন’-এর ভবনে চালু হওয়া নতুন দূতাবাসের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিয়েছেন হুসাম জোমলত।

ফিলিস্তিনি দূতাবাসের আনুষ্ঠানিক উদ্বোধনের হুসাম বলেন, ‘আমরা আজ একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী, পূর্ণ কূটনৈতিক মর্যাদা ও সুবিধাসহ প্যালেস্টাইন রাষ্ট্রের দূতাবাসের উদ্‌বোধন হলো ব্রিটেনে। ব্রিটেন ২০২৫ সালের সেপ্টেম্বরে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছিল। তারই ফলশ্রুতিতে কূটনৈতিক মিশনটি দূতাবাসে উন্নীত হয়েছে।’

গাজায় ইসরায়েলের হামলা ও জাতিগত নিধনের প্রেক্ষিতে সে সময় অস্ট্রেলিয়া, স্পেন, কানাডা-সহ আরও কয়েকটি দেশও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছিল। প্রসঙ্গত, ফিলিস্তিনি স্বাধীনতা আন্দোলনের কিংবদন্তি নেতা, প্রয়াত ইয়াসের আরাফাতের গড়া সংগঠন ‘ফাতা’-র নেতৃত্বাধীন জোট ‘প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন’ (পিএলও)-এর নিয়ন্ত্রণে রয়েছে পশ্চিমতীর ভূখণ্ড।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলের গণহত্যায় কমপক্ষে ৭০ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭১ হাজার ০৬৯ জন আহত হয়েছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

ডিএস,.