আইকনিক স্টার অ্যাওয়ার্ড পেলেন বাংলাভিশনের রিপোর্টার হাসনাত জোবায়ের। সম্প্রতি দেশের অন্যতম জনপ্রিয় ফ্যাশন মডেল বিবি রাসেলের হাত থেকে তিনি সম্মাননা গ্রহণ করেন।
রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইল আইডিইবি ভবন মিলনায়তনে দিয়ামনি ই কমিউনিকেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। এদিন সম্মাননা গ্রহণ করেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগম, নন্দিত সংগীতশিল্পী রফিকুল আলম ও আবিদা সুলতানা। জমকালো আয়োজনে অনুষ্ঠিত হওয়া দিয়ামনি ই কমিউনিকেশন আইকনিক স্টার অ্যাওয়ার্ড-এ তাদের আজীবন সম্মাননা প্রদান করা হয়।
এ নিয়ে হাসনাত জোবায়ের বলেন, সম্মাননা পেতে সবারই ভালো লাগে। এই সম্মাননা আমাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করার উৎসাহ দিবে।
দিয়ামনি ই কমিউনিকেশনের চেয়ারম্যান মনিরুজ্জামান অপূর্ব বলেন, আমাদের এ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য দেশের শিক্ষিত উদ্যমী তরুণ মেধাবী উদ্যোক্তাদের আত্মনিভর্রশীলভাবে গড়ে তুলতে সবসময় বদ্ধপরিকর।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান অপূর্বর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম মাহমুদের স্বাগত বক্তব্যে এবং তমা রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ডিআইজি মুহাম্মদ ইকবাল হোসেন, সংগীতশিল্পী খান আসিফুর রহমান আগুন, রবি চৌধুরী, হিকমাহ উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম কিরন, ম্যারেজ সলিউশন বিডির ব্যবস্পনা পরিচালক শাখাওয়াত হোসেন শুভসহ সংগঠনের সদস্যরা।
ডিএস,.


























