ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার টপটেন লুজার বা দর কমার তালিকায় শীর্ষে উঠে এসেছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯.৮৮ শতাংশ কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বুধবার সর্বশেষ ২৯ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে। এদিন কোম্পানির ৮২ বারে ৩১ হাজার ৭২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৯ লাখ টাকা। এছাড়া লুজার তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে আমান কটন ফেব্রিক্সের লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমে সর্বশেষ ৭৪ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে। বুধবার কোম্পানিটি ১০ হাজার ২০৮ বারে ৪৪ লাখ ১৭ হাজার ১৭৭টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৩৫ কোটি ২৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইমাম বাটন, সাভার রিফ্যাক্ট্ররিজ, এইচ আর টেক্সটাইল, জিলবাংলা সুগার মিলস, ড্রাগন সোয়েটার আন্ড স্পিনিং, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক ও কে অ্যান্ড কিউ লিমিটেড।

























