বাংলাদেশকে অযৌক্তিক চাপ দিয়ে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাধ্য করা যাবে না বলে স্পষ্ট জানিয়েছেন দেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশ তাদের অবস্থানে অনড় রয়েছে এবং অতীতেও এমন উদাহরণ রয়েছে যেখানে আইসিসি ভেন্যু পরিবর্তন করতে বাধ্য হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ নজরুল এসব কথা বলেন।
তিনি বলেন, অযৌক্তিক চাপ দিয়ে বাংলাদেশকে ভারতে খেলাতে বাধ্য করানো যাবে না। এর আগেও পাকিস্তানের দাবির মুখে আইসিসি ভেন্যু পরিবর্তন করেছে এমন নজির আছে।
সম্প্রতি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে নানা নাটকীয়তা তৈরি হয়েছে। আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা হলেও, নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ আয়োজনের অনুরোধ জানায় আইসিসিকে। এ বিষয়ে চলতি সপ্তাহে ঢাকায় বিসিবি ও আইসিসি কর্মকর্তাদের মধ্যে একাধিক বৈঠক হলেও এখনো কোনো চূড়ান্ত সমাধান আসেনি।
এদিকে, বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে নেওয়া হতে পারে এমন গুঞ্জনও ছড়িয়ে পড়ে। কারণ, বিশ্বকাপে অংশ না নেওয়া দলগুলোর মধ্যে স্কটল্যান্ডই বর্তমানে সর্বোচ্চ র্যাঙ্কিংধারী দল। তবে এ বিষয়ে পরিষ্কার অবস্থান জানিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে নেওয়া হচ্ছে এমন কোনো তথ্য আমার কাছে নেই।
উল্লেখ্য, এর আগেও রাজনৈতিক কারণে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর ঘটনা রয়েছে। ২০০৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে রাজনৈতিক পরিস্থিতির কারণে জিম্বাবুয়ে সরে দাঁড়ালে, বাছাইপর্বে ‘পরবর্তী সেরা দল’ হিসেবে স্কটল্যান্ড সেই বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পেয়েছিল।
বাংলাদেশের অবস্থান নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। তবে সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে নিরাপত্তা ও ন্যায্যতার প্রশ্নে কোনো আপস করবে না বাংলাদেশ।
ডিএস./
























