০৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

নওগাঁয় ৪৮ ঘণ্টায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার, অপহৃত ট্রাক ও চালক-হেল্পার উদ্ধার

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) টানা অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ জন কুখ্যাত সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় ডাকাতির ঘটনায় অপহৃত ধানবোঝাই ট্রাকের চালক ও হেল্পারসহ ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ২২ জানুয়ারি ২০২৬ তারিখ দিনাজপুর জেলার বদরগঞ্জ থেকে ট্রাক চালক মারুফ ও তার হেল্পার শামীম একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট ১৬-০১৩৮) করে ২৫০ বস্তা, প্রায় ৫০০ মন ধান নিয়ে নওগাঁর উদ্দেশ্যে রওনা দেন। পরদিন ২৩ জানুয়ারি রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে নওগাঁ সদর থানার শেষ সীমানা কীর্ত্তিপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের ফাঁকা রাস্তায় পৌঁছালে একটি ডাকাত দল ওভারটেক করে ট্রাকটির সামনে ব্যারিকেড দেয়। পরে ডাকাতরা ট্রাকের গ্লাস ভেঙে চালক ও হেল্পারকে মারধর করে রশি দিয়ে হাত-পা বেঁধে ট্রাকটি ধানসহ নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় মামলা নম্বর-৩৯ (তারিখ: ২৩/০১/২০২৬) দণ্ডবিধির ৩৯৫/৩৯৭ ধারায় রুজু করা হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখাকে দ্রুত ডাকাতদের সনাক্ত, গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের নির্দেশ দেওয়া হয়।

পুলিশ সুপার আরও জানান, তদন্তের একপর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মোকামতলা তদন্ত কেন্দ্র থেকে সন্দেহভাজন ডাকাত মো. আরিফুল ইসলাম আরিফকে আটক করা হয়। তার স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ ও সাদুল্যাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত গোলাপ ও লাভলুকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ঢাকার গাজীপুর, আশুলিয়া, সাভার ও কামরাঙ্গীরচর এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও তিনজন ডাকাতকে গ্রেফতার করা হয়।

টানা ৪৮ ঘণ্টার অভিযানে মোট ৬ জন ডাকাত গ্রেফতার করা হয়েছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক (বগুড়া-ঢ ১১-১৯৮১) এবং ডাকাতদের ব্যবহৃত ৭টি মোবাইল ফোন জব্দ করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নওগাঁ জেলায় অপরাধ দমনে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। পলাতক ডাকাতদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।”

পুলিশের এ সফল অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহল ও পরিবহন শ্রমিকরা।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

আপনাদের একটি ভোটই পারে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে: ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

নওগাঁয় ৪৮ ঘণ্টায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার, অপহৃত ট্রাক ও চালক-হেল্পার উদ্ধার

প্রকাশিত : ০৫:১৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) টানা অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ জন কুখ্যাত সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় ডাকাতির ঘটনায় অপহৃত ধানবোঝাই ট্রাকের চালক ও হেল্পারসহ ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ২২ জানুয়ারি ২০২৬ তারিখ দিনাজপুর জেলার বদরগঞ্জ থেকে ট্রাক চালক মারুফ ও তার হেল্পার শামীম একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট ১৬-০১৩৮) করে ২৫০ বস্তা, প্রায় ৫০০ মন ধান নিয়ে নওগাঁর উদ্দেশ্যে রওনা দেন। পরদিন ২৩ জানুয়ারি রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে নওগাঁ সদর থানার শেষ সীমানা কীর্ত্তিপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের ফাঁকা রাস্তায় পৌঁছালে একটি ডাকাত দল ওভারটেক করে ট্রাকটির সামনে ব্যারিকেড দেয়। পরে ডাকাতরা ট্রাকের গ্লাস ভেঙে চালক ও হেল্পারকে মারধর করে রশি দিয়ে হাত-পা বেঁধে ট্রাকটি ধানসহ নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় মামলা নম্বর-৩৯ (তারিখ: ২৩/০১/২০২৬) দণ্ডবিধির ৩৯৫/৩৯৭ ধারায় রুজু করা হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখাকে দ্রুত ডাকাতদের সনাক্ত, গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের নির্দেশ দেওয়া হয়।

পুলিশ সুপার আরও জানান, তদন্তের একপর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মোকামতলা তদন্ত কেন্দ্র থেকে সন্দেহভাজন ডাকাত মো. আরিফুল ইসলাম আরিফকে আটক করা হয়। তার স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ ও সাদুল্যাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত গোলাপ ও লাভলুকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ঢাকার গাজীপুর, আশুলিয়া, সাভার ও কামরাঙ্গীরচর এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও তিনজন ডাকাতকে গ্রেফতার করা হয়।

টানা ৪৮ ঘণ্টার অভিযানে মোট ৬ জন ডাকাত গ্রেফতার করা হয়েছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক (বগুড়া-ঢ ১১-১৯৮১) এবং ডাকাতদের ব্যবহৃত ৭টি মোবাইল ফোন জব্দ করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নওগাঁ জেলায় অপরাধ দমনে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। পলাতক ডাকাতদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।”

পুলিশের এ সফল অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহল ও পরিবহন শ্রমিকরা।

ডিএস./