ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার টপটেন লুজার বা দর কমার তালিকায় শীর্ষে উঠে এসেছে সাভার রিফ্যাক্ট্ররিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯.৭ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর রোববার সর্বশেষ ৮৮ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।
এদিন কোম্পানির ১২৬ বারে ৯ হাজার ৮৭৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৮ লাখ টাকা। এছাড়া লুজার তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে আমান কটন ফেব্রিক্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭.১ শতাংশ কমে সর্বশেষ ৬৪ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে। রোববার কোম্পানিটি ৫ হাজার ২১৩ বারে ২২ লাখ ৬৭ হাজার ৮০টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১৫ কোটি ১৯ লাখ টাকা।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জুট স্পিনার্স, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং, দুলামিয়া কটন, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস লিমিটেড, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, লিবরা ইনফিউশন ও শাশা ডেনিমস লিমিটেড।

























