০৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

জনগণকে সঙ্গে নিয়ে অপশক্তি প্রতিহত করতে হবে: কাদের

জনগণকে সঙ্গে নিয়ে অপশক্তি প্রতিহত করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আজকের এই দিনে আমাদের শপথ হবে শেখ হাসিনার নেতৃত্বে যে কোনো অপশক্তি, বিশেষ করে সাম্প্রদায়িক অপশক্তিকে আমরা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করবো।

আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনেই সীমিত থাকলে চলবে না। যদি তার সততা ও সাহসের দৃষ্টান্ত অনুসরণ করি তাহলেই বঙ্গবন্ধুর প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদন করা হবে।

এদিকে, ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে লাখো মানুষের ঢল নেমেছে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ।

ট্যাগ :
জনপ্রিয়

শেরপুর সদর থানায় কর্মরত এএসআই-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার!

জনগণকে সঙ্গে নিয়ে অপশক্তি প্রতিহত করতে হবে: কাদের

প্রকাশিত : ১১:৫১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অগাস্ট ২০১৮

জনগণকে সঙ্গে নিয়ে অপশক্তি প্রতিহত করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আজকের এই দিনে আমাদের শপথ হবে শেখ হাসিনার নেতৃত্বে যে কোনো অপশক্তি, বিশেষ করে সাম্প্রদায়িক অপশক্তিকে আমরা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করবো।

আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনেই সীমিত থাকলে চলবে না। যদি তার সততা ও সাহসের দৃষ্টান্ত অনুসরণ করি তাহলেই বঙ্গবন্ধুর প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদন করা হবে।

এদিকে, ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে লাখো মানুষের ঢল নেমেছে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ।