রাজশাহী মহানগরীতে এক গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় দুই সন্তানের জনক সাইফুল ইসলামকে (৪৫) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (১৬ আগস্ট) দিবাগত রাত ১০টার দিকে নগরীর মতিহার থানাধীন ধরমপুর দক্ষিণপাড়া এলাকার এক গৃহবধূর (৩০) ভাড়া বাড়ি থেকে তাদের আটক করা হয়।
পরে স্থানীয়রা ওই গৃহবধূ ও সাইফুলকে মতিহার থানা পুলিশে সোপর্দ করে।
স্থানীয়রা জানায়, ওই গৃহবধূ ও সাইফুল দীর্ঘদিন যাবত পরকীয়ার সম্পর্ক চালিয়ে আসছিল। ওই গৃহবধূ সাইফুলের স্ত্রীর ভাবি। তবে গৃহবধূ তালাক প্রাপ্ত হয়ে ভাড়া বাড়িতে থাকত। আর এ কারণেই বিষয়টি নিয়ে এলাকায় কানাকানি হলেও তাদের কেউ মুখ ফুটে কিছু বলতো না। অবশেষে বৃহস্পতিবার স্থানীয়রা তাদের আপত্তিকর অবস্থায় আটক করে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে জানতে চাইলে মতিহার থানার এসআই আবদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরকীয়ার লিপ্ত থাকায় স্থানীয়রা তাদের আটক করে। পরে এ খবর পেয়ে স্থানীয়দের কবল থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।


























