অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও কারসাজির ‘শঙ্কায়’ আট কম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে তিন কম্পানির লেনদেন স্থগিত এবং পাঁচ কম্পানিকে মূল মার্কেট থেকে স্পটে পাঠানো হয়েছে। দুই কম্পানির শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি খতিয়ে দেখতে তদন্ত কমিটিও করেছে কমিশন। গত বৃহস্পতিবার কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।
সূত্র জানায়, মুন্নু স্টাফলার্স, বিডি অটোকার ও লিগ্যাসি ফুটওয়্যার কম্পানির শেয়ার পরবর্তী ৩০ কার্যদিবস স্থগিত থাকবে। বিডি অটোকার ও লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারের মূল্যবৃদ্ধি খতিয়ে দেখতে গঠিত কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা হলেন কমিশনের উপপরিচালক সামসুর রহমান ও সহকারী পরিচালক শহিদুল ইসলাম।
মুন্নু সিরামিক, কেঅ্যান্ডকিউ, আজিজ পাইপস, স্টাইল ক্রাফট ও ড্রাগ সোয়েটারের লেনদেন হবে স্পট মার্কেটে। অর্থাৎ এসব কম্পানির শেয়ার কিনতে ক্রেতাকে নগদ অর্থ দিয়েই কিনতে হবে। মূল বাজারে শেয়ার কেনাবেচার পর তিন কার্যদিবসের মধ্যে সম্পন্ন হলেও এই মার্কেটে তাত্ক্ষণিক বা দিনে দিনেই লেনদেন সম্পন্ন হবে।
সূত্র জানায়, গত কয়েক মাস থেকে পুঁজিবাজারে তালিকাভুক্ত কিছু কম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবেই বাড়ছে। এই মূল্যবৃদ্ধির পেছনে কারসাজি রয়েছে এমন ধারণা করা হলেও যথাযথ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আর দু-একটি কম্পানির মূল্যবৃদ্ধি খতিয়ে দেখতে কমিটি গঠন করা হলেও সে বিষয়েও কোনো অগ্রগতি নেই। বরং তদন্ত কমিটি গঠন করা কম্পানির শেয়ারের দাম উল্টো বেড়েছে।


























