ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঈদের আগে শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্যাংকিং খাত। এ খাতের পাশাপাশি ধারাবাহিকভাবে বেড়েছে আর্থিক খাতের লেনদেনও। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, ডিএসইতে মোট লেনদেনে ব্যাংকিং খাতের দখলে ছিল ২৮ শতাংশ।
এ খাতের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১২৩ কোটি ১০ লাখ টাকা। আগের দিন ব্যাংকিং খাতের দখলে ছিল ২৬ শতাংশ। এক দিনের ব্যবধানে লেনদেনে ২ শতাংশ অংশগ্রহণ বেড়েছে ব্যাংকিং খাতের। ডিএসইতে মোট লেনদেনে ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের অংশ্রগ্রহণ ছিল ১৬ শতাংশ। খাতটির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭০ কোটি টাকা। আগের দিন মোট লেনদেনে খাতটির দখলে ছিল ১৫ শতাংশ। লেনদেনে সামান্য পিছিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে বস্ত্রখাত। খাতটির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬৩ কোটি টাকা। কয়েকদিন আগেও এ খাতটি লেনদেনের শীর্ষে ছিল।
অন্যান্য খাতের মধ্যে প্রকৌশলের ১১ শতাংশ, ফার্মাসিউটিক্যালের ৭ শতাংশ, জ্বালানি ৬ শতাংশ, বিবিধ ৪ শতাংশ, বিমা খাতের ৩ শতাংশ লেনদেন হয়েছে। এছাড়া খাদ্য-আনুষাঙ্গিক, আইটি খাতের ২ শতাংশ করে এবং ভ্রমণ-আবাসন, চামড়া, টেলিকমিউনিকেশন, কাগজ-প্রকাশনা, সিমেন্ট খাতের প্রত্যেকের ১ শতাংশ করে মোট লেনদেনের দখলে ছিল।

























