ঢাকার নবাবগঞ্জের বান্দুরা ইউপির মাঝিরকান্দা এলাকায় রোকেয়া বেগম (৪৫) নামে এক নবাবগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এই ঘটনায় রোকেয়ার স্বামী সোরহাব উদ্দিনকে আটক করেছে পুলিশ।
নিহত রোকেয়ার বাবার বাড়ি দোহার উপজেলার রায়পাড়া এলাকায়।
প্রতিবেশীরা জানান, গত কয়েক মাস ধরে রোকেয়ার স্বামীর সাথে পারিবারিক কলহ চলছিল। মঙ্গলবার রাতে স্বামীর সাথে তার ঝগড়া হয়।
শুক্রবার ভোরে মাঝিরকান্দায় বসতঘরের পেছনে একটি গাছে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে রোকেয়ার স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
নিহত রোকেয়ার ভাইপো খোরশেদ আলম রকি আজকের বিজনেস বাংলাদেশকে বলেন, যৌতুকের টাকার জন্য বিবাহের পর থেকে তিনি বিপুল অংকের টাকা শশুড়বাড়ি থেকে চাপ দিয়ে হাঁকিয়েছন। তাই আমরা আশংকা করছি নিছক আত্মহত্যার নাটক সাজিয়ে তার স্বামী হত্যাকাণ্ডটি অন্যদিকে ঘুরানোর চেষ্টা করছে। তারপরেও ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওযার পর বিষয়গুলো আরো পরিস্কার হয়ে যাবে।
তিনি আরো বলেন, নিহত রোকেয়ার স্বামী সোরহাব উদ্দিনের এক দিনের রিমান্ড হয়েছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।
নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ শামীম বলেন, “বিষয়টি খুবই রহস্যজনক, আমরা সামগ্রিক বিষয় খতিয়ে দেখছি আশা করছি খুব শীঘ্রই এই হত্যার রহস্য বের হয়ে আসবে। তদন্তের স্বার্থে তার স্বামীকে আটক করা হয়েছে। আশা করছি জিজ্ঞাসাবাদে সব কিছু বের হয়ে আসবে।”


























