পচেফস্ট্রুম টেস্টের চতুর্থ দিনের খেলা মাঠে গড়ানো নিয়েই সংশয় দেখা দিয়েছিল। কারণ সকাল থেকেই ঘন কালো মেঘে ঢাকা ছিল পচেফস্ট্রুমের আকাশ।
আগের রাতে বৃষ্টি হয়েছে অনেক। তবে সমস্ত শঙ্কা দূর করে ঠিক সময়েই খেলা শুরু হলো। আর দিনের শুরুতেই দলকে আনন্দে ভাসালেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৫৪ রান নিয়ে আজকের দিন শুরু করেছিল স্বাগতিকরা। দিনের শুরুতেই হাশিম আমলাকে (২৮) কাটারে বোকা বানালেন মুস্তাফিজ। অফ স্টাম্পের বাইরে বল ফেলে ব্যাটসম্যানকে প্রলুব্ধ করলেন। মারতে গিয়ে কাটারে বিভ্রান্ত হয়ে লিটন দাসের গ্লাভসে ক্যাচ দিলেন অভিজ্ঞ হাশিম আমলা! আগের দিন যেভাবে মারক্রামকে শিকার করেছিলেন মুস্তাফিজ, অনেকটা সেভাবেই আউট করলেন হাশিম আমলাকে।
প্রথম ইনিংসে ১৭৬ রানের লিড হজম করে দ্বিতীয় ইনিংসের শুরুটায় বেশ ভালো বোলিং করেছে বাংলাদেশ। সেই ধারাবাহিকতা ধরে রাখাটাই এখন চ্যালেঞ্জ।
তাহলে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে দারুণ কিছু করতে পারবে মুশফিক বাহিনী।