০৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

কুমিল্লায় বাস খাদে পড়ে ৭ জনের মৃত্যু

কুমিল্লার চান্দিনার নূরীতলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৪ জন।

তিশা পরিবহনের বাসটি কোম্পানীগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল। দুপুর সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে জসিম নামে একজন ওমান যাওয়ার জন্য ঢাকায় যাচ্ছিল। তার বাড়ি কুমিল্লার অলির বাজারের যশপুরে। অপর নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে চারজন পুরুষ, দুজন মহিলা ও একটি শিশু রয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, কুমিল্লার কোম্পানীগঞ্জ থেকে ঢাকাগামী তিশা পরিবহনের বাসটি বেপরোয়াগতিতে এসে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নূরীতলায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে পাঁচজন এবং হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়।

আহত হন আরো ১৪ জন। তাদের কুমিল্লার চান্দিনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে পৌঁছে মহাসড়ক পুলিশ হতাহতদেও উদ্ধার করে। নিহতদের ইলিয়টগঞ্জ মহাসড়ক পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। ঘটনাস্থলে থেকে উদ্ধার কাজ তদারকি করছেন মহাসড়ক পুলিশের পুলিশ সুপার পরিতোষ ঘোষ।

ট্যাগ :

শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আসলামের মামলা প্রত্যাহারের দাবি

কুমিল্লায় বাস খাদে পড়ে ৭ জনের মৃত্যু

প্রকাশিত : ০৩:২৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০১৭

কুমিল্লার চান্দিনার নূরীতলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৪ জন।

তিশা পরিবহনের বাসটি কোম্পানীগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল। দুপুর সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে জসিম নামে একজন ওমান যাওয়ার জন্য ঢাকায় যাচ্ছিল। তার বাড়ি কুমিল্লার অলির বাজারের যশপুরে। অপর নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে চারজন পুরুষ, দুজন মহিলা ও একটি শিশু রয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, কুমিল্লার কোম্পানীগঞ্জ থেকে ঢাকাগামী তিশা পরিবহনের বাসটি বেপরোয়াগতিতে এসে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নূরীতলায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে পাঁচজন এবং হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়।

আহত হন আরো ১৪ জন। তাদের কুমিল্লার চান্দিনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে পৌঁছে মহাসড়ক পুলিশ হতাহতদেও উদ্ধার করে। নিহতদের ইলিয়টগঞ্জ মহাসড়ক পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। ঘটনাস্থলে থেকে উদ্ধার কাজ তদারকি করছেন মহাসড়ক পুলিশের পুলিশ সুপার পরিতোষ ঘোষ।