রাজধানীর রূপনগর থেকে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকালে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ কমিশনার মো. মাসুদুর রহমান।
তিনি জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে রূপনগরের বেড়িবাঁধ এগ্রোভিটার মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে রয়েছেন-সুমন (২৯) ও সুজন (২২)। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ২টি ছোরা উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।


























