বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা ও বিশেষ সাধারণ সভা আজ অনুষ্ঠিত হবে। রাজধানীর একটি হোটেলে সকাল ১১টায় শুরু হবে এজিএম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সর্বশেষ ২০১২ সালের ১ মার্চ বিসিবির এজিএম ও ইজিএম অনুষ্ঠিত হয়েছিল। এবারের এজিএমে গত চার বছরের আয়-ব্যয় সংক্রান্ত অডিট রিপোর্ট, কার্যক্রমসহ সবকিছুর অনুমোদন নিয়ে আলোচনা হবে। পাশাপাশি পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত অর্থবছর সমূহের আয়-ব্যয় সংক্রান্ত বিষয় নিরীক্ষণ ও অনুমোদন এবং ২০১৭-১৮ অর্থবছরের বাজেট অনুমোদন করা হবে ইজিএমে।