স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করতে হলে প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের মূলস্রোতে নিয়ে আসতে হবে। ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়ন সম্ভব। এ প্রকল্পকে সামাজিক ও অর্থনৈতিক মুক্তির আন্দোলন হিসেবে গ্রহণ করতে হবে।
মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে ‘একটি বাড়ি একটি খামার (৩য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের জাতীয় স্টিয়ারিং কমিটির চতুর্থ সভায় সভাপতিত্বকালে তিনি এসব কথা বলেন।
এ সময় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা, সংসদ সদস্য বেগম নাসিমা ফেরদৌসী, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এস এম গোলাম ফারুকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দফতর প্রধানরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, এই প্রকল্প দারিদ্র্য বিমোচনের মূলচালিকা শক্তি। সামাজিকভাবে ফলাফল পেতে স্থানীয় সরকারের সকল পর্যায়ের নির্বাচিত প্রতিনিধিগণকে প্রকল্পের সাথে সম্পৃক্ত করে একযোগে কাজ করতে হবে।
তিনি বলেন, এই প্রকল্পটি সারা পৃথিবীতে একটি ইতিবাচক প্রকল্প। এ প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্রঋণের বিপরীতে ক্ষুদ্রসঞ্চয়ের ধারণা প্রতিষ্ঠিত হয়েছে- যা মানুষকে দারিদ্র্যের দুষ্টচক্র থেকে বের করে উন্নয়নের মূলস্রোতে নিয়ে আসছে। দেশের গ্রামীণ অর্থনীতিতে যে প্রাণের সঞ্চার হয়েছে তাতে এই প্রকল্পের ভূমিকা রয়েছে। প্রতিটি গ্রামে প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে হবে।
প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা বলেন, জাতীয় পর্যায়ের একটি প্রোগ্রাম হিসেবে এ প্রকল্পকে পরিচালনা করতে হবে। প্রতিটি মানুষ যাতে ক্ষুদ্রসঞ্চয়ের মাধ্যমে স্বাবলম্বী হতে পারে সে লক্ষ্যে কাজ করতে হবে।


























