০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

‘১০ বছর ধরে বিএনপি আন্দোলন করতে পারেনি’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১০ বছর ধরে বিএনপি আন্দোলন করতে পারেনি। দলটির নেত্রী খালেদা জিয়া কারাগারের বাইরে থাকার সময়ও জনগণ তার ডাকে সাড়া দেয়নি। সবকিছুতে ব্যর্থ হয়ে এখন নির্বাচন থেকে পালানোর জন্য বিএনপির নেতাকর্মীরা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।

রবিবার সকাল সাড়ে ১০টায় ট্রেনযাত্রায় উত্তরাবঙ্গে প্রচারণা শেষে ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার আগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, সরকারের বিরুদ্ধে আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

ওবায়দুল কাদের বলেন, আমাদের কাছে খবর আছে দেশ-বিদেশে ২০১৪ সালের মতো কিভাবে সহিংসতা করা যায়, তা নিয়ে ষড়যন্ত্র চলছে। তবে এসব করে লাভ হবে না। আমরা জনগণকে নিয়ে তা প্রতিহত করবো।

তিনি বলেন, সরকারের বিরুদ্ধে আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

উল্লেখ্য, একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রচারে গতকাল শনিবার সকালে ঢাকা থেকে ট্রেনযাত্রায় উত্তরাঞ্চলে যান ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা। পথে বিভিন্ন স্টেশনে যাত্রাবিরতিকালে পথসভায় বক্তৃতা করেন ওবায়দুল কাদের। এসব সভায় সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরার পাশাপাশি নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশনা দেয়া হয়। বিশৃংখ্যলার বিরুদ্ধে অ্যাকশনের বিষয়েও সতর্ক করা হয়েছে। তিনি বলেছেন, অ্যাকশন শুরু হয়ে গেছে। শেখ হাসিনার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন।

ট্যাগ :
জনপ্রিয়

‘১০ বছর ধরে বিএনপি আন্দোলন করতে পারেনি’

প্রকাশিত : ০২:৫৪:২৪ অপরাহ্ন, রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১০ বছর ধরে বিএনপি আন্দোলন করতে পারেনি। দলটির নেত্রী খালেদা জিয়া কারাগারের বাইরে থাকার সময়ও জনগণ তার ডাকে সাড়া দেয়নি। সবকিছুতে ব্যর্থ হয়ে এখন নির্বাচন থেকে পালানোর জন্য বিএনপির নেতাকর্মীরা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।

রবিবার সকাল সাড়ে ১০টায় ট্রেনযাত্রায় উত্তরাবঙ্গে প্রচারণা শেষে ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার আগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, সরকারের বিরুদ্ধে আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

ওবায়দুল কাদের বলেন, আমাদের কাছে খবর আছে দেশ-বিদেশে ২০১৪ সালের মতো কিভাবে সহিংসতা করা যায়, তা নিয়ে ষড়যন্ত্র চলছে। তবে এসব করে লাভ হবে না। আমরা জনগণকে নিয়ে তা প্রতিহত করবো।

তিনি বলেন, সরকারের বিরুদ্ধে আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

উল্লেখ্য, একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রচারে গতকাল শনিবার সকালে ঢাকা থেকে ট্রেনযাত্রায় উত্তরাঞ্চলে যান ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা। পথে বিভিন্ন স্টেশনে যাত্রাবিরতিকালে পথসভায় বক্তৃতা করেন ওবায়দুল কাদের। এসব সভায় সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরার পাশাপাশি নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশনা দেয়া হয়। বিশৃংখ্যলার বিরুদ্ধে অ্যাকশনের বিষয়েও সতর্ক করা হয়েছে। তিনি বলেছেন, অ্যাকশন শুরু হয়ে গেছে। শেখ হাসিনার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন।