০৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

উন্নতমানের মেসেজিং অ্যাপ তৈরি করছে স্যামসাং-গুগল

গুগলের সঙ্গে গাঁটছড়া বেঁধে আরও উন্নতমানের মেসেজিং অ্যাপ তৈরি করছে স্যামসাং। এই অ্যাপে গ্রুপ চ্যাট এবং ভিডিও কলের পাশাপাশি বড় মাপের ফাইলও পাঠানো যাবে বলে জানা গেছে।

দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইওনহাপ জানিয়েছে, অ্যান্ড্রয়েড মেসেজ’স এবং স্যামসাং মেসেজেস একসঙ্গে আরও উন্নত RCS মেসেজিং ব্যবস্থা নিয়ে কাজ করছে। এই ফিচার এখনকার স্মার্টফোনগুলিতে যুক্ত করার পরিকল্পনা আছে স্যামসাং’র।

প্রাথমিকভাবে গ্যালাক্সি এস-৮ এবং গ্যালাক্সি এস-৮ প্লাসে এই সুবিধা পাওয়া যাবে। দুই সংস্থার যৌথ পরিকল্পনা বাস্তবায়িত হলে হোয়াটসঅ্যাপ-কে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার পক্ষে তা যথেষ্ট বলে মত বিশেষজ্ঞদের।

স্যামসাং’র মোবাইল কমিউনিকেশন ব্যবসা শাখার এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট জানিয়েছেন, নতুন গ্যালাক্সি স্ম্যাটফোনগুলিতে আঞ্চলিক RCS-এর সুবিধা পাওয়া যাবে। এটি গ্রাহকদের আরও উন্নতমানের মেসেজিংয়ের অভিজ্ঞতা দেবে।

ট্যাগ :
জনপ্রিয়

কৃষকের মেরুদণ্ড শক্তশালী হলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে: ফারজানা শারমিন পুতুল

উন্নতমানের মেসেজিং অ্যাপ তৈরি করছে স্যামসাং-গুগল

প্রকাশিত : ১২:২৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮

গুগলের সঙ্গে গাঁটছড়া বেঁধে আরও উন্নতমানের মেসেজিং অ্যাপ তৈরি করছে স্যামসাং। এই অ্যাপে গ্রুপ চ্যাট এবং ভিডিও কলের পাশাপাশি বড় মাপের ফাইলও পাঠানো যাবে বলে জানা গেছে।

দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইওনহাপ জানিয়েছে, অ্যান্ড্রয়েড মেসেজ’স এবং স্যামসাং মেসেজেস একসঙ্গে আরও উন্নত RCS মেসেজিং ব্যবস্থা নিয়ে কাজ করছে। এই ফিচার এখনকার স্মার্টফোনগুলিতে যুক্ত করার পরিকল্পনা আছে স্যামসাং’র।

প্রাথমিকভাবে গ্যালাক্সি এস-৮ এবং গ্যালাক্সি এস-৮ প্লাসে এই সুবিধা পাওয়া যাবে। দুই সংস্থার যৌথ পরিকল্পনা বাস্তবায়িত হলে হোয়াটসঅ্যাপ-কে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার পক্ষে তা যথেষ্ট বলে মত বিশেষজ্ঞদের।

স্যামসাং’র মোবাইল কমিউনিকেশন ব্যবসা শাখার এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট জানিয়েছেন, নতুন গ্যালাক্সি স্ম্যাটফোনগুলিতে আঞ্চলিক RCS-এর সুবিধা পাওয়া যাবে। এটি গ্রাহকদের আরও উন্নতমানের মেসেজিংয়ের অভিজ্ঞতা দেবে।