০২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

চলছে বনসাই প্রদর্শনী

বনসাই সংগঠন রেডিয়েন্ট বনসাই সোসাইটির উদ্যোগে ও ইফাদ গ্রুপের সহযোগিতায় চলছে বনসাই প্রদর্শনী। ধানমন্ডির ডব্লিউভিএ অডিটোরিয়ামে ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ বনসাই প্রদর্শনীর শেষ দিন আজ ১৬ সেপ্টেম্বর। প্রদর্শনী চলবে রাত ৮টা পর্যন্ত।

প্রদর্শনীতে রয়েছে ২৫০ প্রজাতির বনসাই। প্রদর্শনীর পাশাপাশি এসব বনসাই বিক্রিরও ব্যবস্থা আছে। ১ হাজার টাকা থেকে শুরু করে ১ লক্ষ টাকা পর্যন্ত পড়বে বনসাইয়ের দাম।

রেডিয়েন্ট বনসাই সোসাইটির সভাপতি গুলসান নাসরীন চৌধুরী বলেন, বনসাই অমূল্য সম্পদ। এর ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। যদি বনসাই শিল্পী বাড়ানো যায়, তাহলে এগুলো রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।
এ প্রদর্শনীতে আগত সকল দর্শনার্থীদের বনসাই তৈরির কলাকৌশল নিয়ে আলোচনা করছেন বনসাই বিশেষজ্ঞগণ।

ট্যাগ :
জনপ্রিয়

চলছে বনসাই প্রদর্শনী

প্রকাশিত : ০৩:১৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮

বনসাই সংগঠন রেডিয়েন্ট বনসাই সোসাইটির উদ্যোগে ও ইফাদ গ্রুপের সহযোগিতায় চলছে বনসাই প্রদর্শনী। ধানমন্ডির ডব্লিউভিএ অডিটোরিয়ামে ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ বনসাই প্রদর্শনীর শেষ দিন আজ ১৬ সেপ্টেম্বর। প্রদর্শনী চলবে রাত ৮টা পর্যন্ত।

প্রদর্শনীতে রয়েছে ২৫০ প্রজাতির বনসাই। প্রদর্শনীর পাশাপাশি এসব বনসাই বিক্রিরও ব্যবস্থা আছে। ১ হাজার টাকা থেকে শুরু করে ১ লক্ষ টাকা পর্যন্ত পড়বে বনসাইয়ের দাম।

রেডিয়েন্ট বনসাই সোসাইটির সভাপতি গুলসান নাসরীন চৌধুরী বলেন, বনসাই অমূল্য সম্পদ। এর ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। যদি বনসাই শিল্পী বাড়ানো যায়, তাহলে এগুলো রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।
এ প্রদর্শনীতে আগত সকল দর্শনার্থীদের বনসাই তৈরির কলাকৌশল নিয়ে আলোচনা করছেন বনসাই বিশেষজ্ঞগণ।