জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের নিরাপদে দেশ ছাড়তে জিয়াউর রহমানই সব ব্যবস্থা করেছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে কানাডায় অবস্থানরত বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার দাবিতে অনলাইনে স্বাক্ষর সংগ্রহ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, জিয়াই তাদের দূতাবাসে চাকরি দেয়ার পাশাপাশি বিচার বন্ধে সব উদ্যোগ নিয়েছিলেন। আমরা চেষ্টা করে যাচ্ছি পালিয়ে থাকা বঙ্গবন্ধুর সকল খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারেরর মুখোমুখি করতে।
তিনি বলেন, আরেক খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনার বিষয়ে যুক্তরাষ্ট্র সঙ্গে আলোচনা চলছে। এ নিয়ে সেখানে একটি মামলাতেও বাংলাদেশ লড়ছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক পররাষ্ট্র মন্ত্রী দীপু মনিসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
























