০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

 যথাসময়ে দলীয় প্রার্থী ঘোষণা করা হবে-ওবায়দুল

জনগণের কাছে যারা অধিক গ্রহণযোগ্য তারাই দলের মনোনয়ন পাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, আগামী সিটি কর্পোরেশন ও জাতীয় নির্বাচনের আগে যথাসময়ে দলীয় প্রার্থী ঘোষণা করা হবে। জনগণের কাছে যারা অধিক গ্রহণযোগ্য তারাই দলের মনোনয়ন পাবেন।
শনিবার স্থানীয় রেজিস্ট্রারি মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন ওবায়দুল কাদের। খবর বাসসের
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ বক্তব্য রাখেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপাতত মনোনয়ন নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করবেন না। এখন সুসংগঠিতভাবে দলকে ঐক্যবদ্ধ করে কাজ করুন। আমাদের প্রতীক হচ্ছে নৌকা আর নেত্রী হচ্ছেন শেখ হাসিনা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা খোঁজ-খবর নিচ্ছি। কারা মাঠে কাজ করছেন, কার জনপ্রিয়তা কতটা। বিরোধী দলগুলোরও খোঁজখবর নেওয়া হচ্ছে। সিটি কর্পোরেশন নির্বাচন খুব নিকটবর্তী। যিনি নির্বাচনের মাঠে জনগণের কাছে গ্রহণযোগ্য তাকে মনোনয়ন দেয়া হবে। জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও তাই হবে।
মির্জা ফখরুলের নির্বাচন সংক্রান্ত এক বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেব বলেছেন আগামী নির্বাচনে বিএনপি অংশ নিলে আওয়ামী লীগ ২৫টি সিটও পাবে না। অহংকার করবেন না। আপনি কিভাবে সিট বন্টন করেন। ভোটের মালিক জনগণ। এটা নির্ধারণ করবে দেশের জনগণ।
তিনি বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান লন্ডনে বসে দেশের বিরুদ্ধে নীলনকশা করেছেন। একে একে তাদের ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে। বিএনপি ক্ষমতায় যাওয়ার দিবাস্বপ্ন দেখছে। ভোট লন্ডনে হবে না, ভোট হবে বাংলাদেশে। অচিরেই বিএনপির খুশিতে ভাটা পড়বে।
রোহিঙ্গা প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিএনপি মনে করেছিল এ বিষয়টি সরকারকে বেকায়দায় ফেলবে। আর এ সুযোগে তারা ঘোলা পানিতে মাছ শিকার করবে। সেটাও তাদের ব্যর্থ হয়েছে। রোহিঙ্গা আশ্রয় বিষয়ে শেখ হাসিনার জনপ্রিয়তা এখন দেশ-বিদেশে তুঙ্গে।
ওবায়দুল কাদের নবাগত সদস্যদেরকে দলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে বলেন, দেশে বর্তমানে মোট ভোটারের অর্ধেকই হচ্ছেন নারী। আগামী নির্বাচনকে সামনে রেখে নারী এবং নতুন প্রজন্মের ভোটারদেরকে সদস্য করে আওয়ামী লীগে অন্তর্ভূক্ত করাই এ সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচির মূল লক্ষ্য।
নতুন সদস্য সংগ্রহ করতে ঘরে বা অফিসে বসে নয়; গ্রামে-গঞ্জে, পাড়া-মহল্লায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে সদস্য সংগ্রহ কর্মসূচি সফল করে তোলার জন্য তিনি আহ্বান জানান।
ওবায়দুল কাদের বলেন, দলের মধ্যে বিরোধ নয়, বিভক্তি নয়; আদর্শ ও দেশপ্রেমকে বুকে ধারণ করে জাতির পিতার কন্যা, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুদৃঢ় ঐক্যের মাধ্যমে আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত করতে হবে।

ট্যাগ :
জনপ্রিয়

 যথাসময়ে দলীয় প্রার্থী ঘোষণা করা হবে-ওবায়দুল

প্রকাশিত : ০৫:৪৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০১৭

জনগণের কাছে যারা অধিক গ্রহণযোগ্য তারাই দলের মনোনয়ন পাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, আগামী সিটি কর্পোরেশন ও জাতীয় নির্বাচনের আগে যথাসময়ে দলীয় প্রার্থী ঘোষণা করা হবে। জনগণের কাছে যারা অধিক গ্রহণযোগ্য তারাই দলের মনোনয়ন পাবেন।
শনিবার স্থানীয় রেজিস্ট্রারি মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন ওবায়দুল কাদের। খবর বাসসের
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ বক্তব্য রাখেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপাতত মনোনয়ন নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করবেন না। এখন সুসংগঠিতভাবে দলকে ঐক্যবদ্ধ করে কাজ করুন। আমাদের প্রতীক হচ্ছে নৌকা আর নেত্রী হচ্ছেন শেখ হাসিনা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা খোঁজ-খবর নিচ্ছি। কারা মাঠে কাজ করছেন, কার জনপ্রিয়তা কতটা। বিরোধী দলগুলোরও খোঁজখবর নেওয়া হচ্ছে। সিটি কর্পোরেশন নির্বাচন খুব নিকটবর্তী। যিনি নির্বাচনের মাঠে জনগণের কাছে গ্রহণযোগ্য তাকে মনোনয়ন দেয়া হবে। জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও তাই হবে।
মির্জা ফখরুলের নির্বাচন সংক্রান্ত এক বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেব বলেছেন আগামী নির্বাচনে বিএনপি অংশ নিলে আওয়ামী লীগ ২৫টি সিটও পাবে না। অহংকার করবেন না। আপনি কিভাবে সিট বন্টন করেন। ভোটের মালিক জনগণ। এটা নির্ধারণ করবে দেশের জনগণ।
তিনি বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান লন্ডনে বসে দেশের বিরুদ্ধে নীলনকশা করেছেন। একে একে তাদের ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে। বিএনপি ক্ষমতায় যাওয়ার দিবাস্বপ্ন দেখছে। ভোট লন্ডনে হবে না, ভোট হবে বাংলাদেশে। অচিরেই বিএনপির খুশিতে ভাটা পড়বে।
রোহিঙ্গা প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিএনপি মনে করেছিল এ বিষয়টি সরকারকে বেকায়দায় ফেলবে। আর এ সুযোগে তারা ঘোলা পানিতে মাছ শিকার করবে। সেটাও তাদের ব্যর্থ হয়েছে। রোহিঙ্গা আশ্রয় বিষয়ে শেখ হাসিনার জনপ্রিয়তা এখন দেশ-বিদেশে তুঙ্গে।
ওবায়দুল কাদের নবাগত সদস্যদেরকে দলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে বলেন, দেশে বর্তমানে মোট ভোটারের অর্ধেকই হচ্ছেন নারী। আগামী নির্বাচনকে সামনে রেখে নারী এবং নতুন প্রজন্মের ভোটারদেরকে সদস্য করে আওয়ামী লীগে অন্তর্ভূক্ত করাই এ সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচির মূল লক্ষ্য।
নতুন সদস্য সংগ্রহ করতে ঘরে বা অফিসে বসে নয়; গ্রামে-গঞ্জে, পাড়া-মহল্লায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে সদস্য সংগ্রহ কর্মসূচি সফল করে তোলার জন্য তিনি আহ্বান জানান।
ওবায়দুল কাদের বলেন, দলের মধ্যে বিরোধ নয়, বিভক্তি নয়; আদর্শ ও দেশপ্রেমকে বুকে ধারণ করে জাতির পিতার কন্যা, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুদৃঢ় ঐক্যের মাধ্যমে আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত করতে হবে।