সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। প্রথম দুটি ওডিআইতে হারের পর শেষ ওডিআইতে জিতে ধবল ধোলাই এড়ানোর প্রত্যয়েই মাঠে নামছে মাশরাফি বাহিনী। ইতিমধ্যে দলের মধ্যেও আনা হয়েছে কিছু পরিবর্তন।
তামিম ইকবাল চোট নিয়ে ছিটকে গেছেন। সে কথা আগেই সবাই যেনে গেছে। একটি পরিবর্তন তাই হতোই। ওপেনিং এই ব্যাটসম্যানের বদলে একাদশে এসেছেন সৌম্য সরকার।
বাংলাদেশ দলে পরিবর্তন আছে আরো একটি। নাসির হোসেনের বদলে একাদশে এসেছেন আরেক অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন।


























