নারায়ণগঞ্জ সদর উপজেলায় দেয়াল ভাঙার সময় চাপা পড়ে তিন বোনসহ চারজনের মৃত্যু হয়েছে। এ সময় আরো দুইজন আহত হন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পাগলা বাজারের শান্তিনিবাস এলাকায় এ ঘটনা ঘটে।
ফতুল্লা থানার ওসি কামাল উদ্দিন জানান, সকাল সাড়ে ১০টার দিকে পাগলা বাজারের শান্তিনিবাস এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাগলা এলাকার সাইফুল ইসলামের তিন মেয়ে লামিয়া (১২), লাবণী (৮), লিমা (৩) ও মোস্তফা (৩০) নামে এক শ্রমিক।
ওসি কামাল উদ্দিন এলাকাবাসীর বরাতে বলেন, ওই এলাকার চান মিয়ার বাড়ির পুরনো সীমানা প্রাচীর ভাঙার কাজ চলছিল। এ সময় সেখানে খেলাধুলা করছিল তিন বোনসহ কয়েকজন শিশু। হঠাৎ দেয়াল ধসে পড়লে তিন বোন ঘটনাস্থলেই এবং পরে মোস্তফা মারা যান।
এ দুর্ঘটনায় সাদেক ও ইউসুফ নামে আরো দুইজন আহত হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও তিনি জানান।
তিনি বলেন, ঘটনাস্থলেই পুলিশ গিয়ে দেয়ালের মালিকপক্ষের কাউকে পায়নি। পুলিশ ঘটনা তদন্ত করছে।