সরকারের নেওয়া মেগা প্রকল্পগুলো শেষ করতে পুনরায় আওয়ামী লীগকে সরকার গঠনের সুযোগ করে দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নির্বাচনের আগে আর স্বাভাবিকভাবে আর কোনো অধিবেশন বসবে না বলে কার্যত এটিই দশম সংসদের শেষ অধিবেশন।
এই মেয়াদে আওয়ামী লীগ সরকার পদ্মা সেতু, ঢাকা মাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) ডেভেলপমেন্ট প্রকল্প, সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর নির্মাণ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প, কর্ণফুলী টানেল, দোহাজারি-রামু-কক্সবাজার-ঘুমধুম রেল সংযোগ প্রকল্প, পায়রা সমুদ্রবন্দর এবং মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালসহ ১০টি মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার।
সমাপনী বক্তব্যে নৌকা প্রতীকে ভোট চেয়ে শেখ হাসিনা বলেন, “মেগা প্রকল্পগুলো শেষ করতে আরও কিছু সময় প্রয়োজন। সেটা দিতে পারে দেশের জনগণ। আবার যদি ভোট দিয়ে সুযোগ দেয়, ২০২১ সালে বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত দেশ।
“অনুরোধ করব, আপনারা আমাদের ভোট দেন। আবার সেবা করার সুযোগ দেন। ইনশাল্লাহ বাংলাদেশ পিছিয়ে থাকবে না। বাংলাদেশকে কেউ দাবায়ে রাখতে পারবে না।”
বিবি/ ইএম
























