আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কেউ যদি আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করে তাহলে তার সমুচিত জবাব দেওয়া হবে।
শনিবার জেলহত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
নির্বাচন নিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সঙ্গে অপরাপর রাজনৈতিক দলগুলোর সংলাপ চলাকালে এই বক্তব্য এলো সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কাছ থেকে।
কেউ যদি আজকে সংলাপে এসে একটা লোক দেখানো অংশ নেয় এবং ভেতরে ভেতরে অন্য প্রস্তুতি নিতে থাকে, যদি সহিংসতার দিকে পা বাড়ায় সেই অবস্থায় আমরাও প্রস্তুত।
আমরা সংলাপও করছি, নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছি। সঙ্গে সঙ্গে যদি কেউ নির্বাচন বানচালের চক্রান্ত করে তার সমুচিত জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত, যোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
বিবি/জেজে
























