পাবনার সুজানগরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এবং কেন্দ্রীয় আওয়ামী লীগ উপ-কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ও পাবনা-২ আসনের আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান উজ্জ্বল উঠান বৈঠক করেন।
রবিবার সন্ধ্যায় সুজানগর উপজেলার তাঁতীবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে পোড়াডাঙ্গা বাজারে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
তাঁতীবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কামরুজ্জামান উজ্জ্বল।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন।
এসময় আরো আরো বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ, আব্দুল লতিফ খান, আলহাজ্ব ঝরু মোল্লা, সেকেন মোল্লা, বিনদ মোল্লা, নাসির খলিফা, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুর রশিদ, সদস্য হামিদুল হক হাজারী মন্টু, উপ-দপ্তর সম্পাদক রেজাউল করিম মন্ডল, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহমুদুজ্জামান মানিক, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, যুবলীগ নেতা হারুনুর রশিদ বাদশা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, পৌর ছাত্রলীগের সভাপতি এসএম সোহাগ হোসেন, এনএ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদওয়ান নয়ন, ছাত্রলীগ নেতা আকরাম হোসেন প্রমুখ।
এ ছাড়া রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী, চাকুরীজীবী, শ্রমিক, পেশাজীবী ভোটার সহ সকল শ্রেণীর জনগণ উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে কামরুজ্জামান উজ্জ্বল ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনাদের দোয়ায় আগামীতে নৌকা প্রতীক নিয়ে আপনাদের মাঝে আসবো, আমি বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্শিবাদ নিয়ে এলাকার উন্নয়নে কাজ করে যাবো। আগামী একাদশ সংসদ নিবার্চনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে সৎ, যোগ্য, ত্যাগী মনে করবেন তাকেই মনোনয়ন দিবেন।
তিনি আরো বলেন, নেত্রী যাকেই মনোনয়ন দেন, আপনারা তাকেই নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করে সরকারের উন্নয়নের ধারা ও এ দেশের মানুষ শান্তি অব্যহত থাকবে।
বিবি/জেজে




















