১১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৯

নরসিংদীর কান্দাইল ও শিবপুর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন। সোমবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কান্দাইলে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হন আরো তিনজন। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী।
সকাল ৭টার দিকে নরসিংদী সদর উপজেলার মাধবদীর ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। নিহতদের মধ্যে দুজন হলেন, সিলেটের বিয়ানীবাজারের বাবুল হোসেন (৩২) ও রেজাউল করিম (৩৮)। বাকিদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

পুলিশ জানায়, সকাল ৭টার দিকে নরসিংদী থেকে একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল নামক এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। আহত হয় পাঁচজন। আহতদের নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে আরো দুজনের মৃত্যু হয়।

এদিকে শিবপুর উপজেলার তারারচর এলাকায় যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। সকাল ১০টার এ দুর্ঘটনা ঘটলে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।

ট্যাগ :

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৯

প্রকাশিত : ১২:০৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭

নরসিংদীর কান্দাইল ও শিবপুর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন। সোমবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কান্দাইলে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হন আরো তিনজন। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী।
সকাল ৭টার দিকে নরসিংদী সদর উপজেলার মাধবদীর ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। নিহতদের মধ্যে দুজন হলেন, সিলেটের বিয়ানীবাজারের বাবুল হোসেন (৩২) ও রেজাউল করিম (৩৮)। বাকিদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

পুলিশ জানায়, সকাল ৭টার দিকে নরসিংদী থেকে একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল নামক এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। আহত হয় পাঁচজন। আহতদের নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে আরো দুজনের মৃত্যু হয়।

এদিকে শিবপুর উপজেলার তারারচর এলাকায় যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। সকাল ১০টার এ দুর্ঘটনা ঘটলে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।