বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)আজ দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টসে হেরে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে চিটাগং ভাইকিংস। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।
চিটাগং ভাইকিংসের আইকন খেলোয়াড় সৌম্য সরকার। দলটির অধিনায়কত্ব করবেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক। দলটিতে আরও খেলবেন তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, শুভাশিস রায়, সিকান্দার রাজা, লুকে রঞ্চি সহ দেশি-বিদেশি আরও অনেক তারকা ক্রিকেটার।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ইতোমধ্যে একটি ম্যাচ খেলেছে। গত রবিবার সিলেট সিক্সার্সের বিপক্ষে ম্যাচটিতে চার উইকেটে হেরেছিল তারা। ২০১৫ সালের আসরে চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কিন্তু গত আসরে তারা লিগ পর্ব থেকেই বিদায় নেয়।