উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করে প্রতিবন্ধীদের যত্ন সহকারে লেখাপড়া ও লালন পালনের জন্য অভিবাকদের উৎসাহ যোগাচ্ছেন, এর জন্য প্রতিবন্ধীদের প্রতি সরকার বিশেষ নজর দিয়ে তাদেরকে সুশিক্ষায় গড়ে তুলে বিভিন্ন দপ্তরে চাকুরির সুযোগ করে দিবেন।
তিনি আরো বলেন, প্রতিবন্দীদের পাশাপাশী সরকার ক্ষুদ্র ব্যাবসায়ীদের সুদ মুক্ত ঋণ দিয়ে ব্যাবসায়ীদের অনুপ্রাণীত করছে। সুদ মুক্ত ঋণ নিয়ে এর সঠিক ভাবে কাজে লাগানোর আহবান জানান। পাবনার সুজানগরে রোববার বিকেলে সমাজসেবা অধিদপ্তরে আয়োজনে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সুদ মুক্ত ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে তিনি এ কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জাকির হোসেন সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল আলম, সাগরকান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীন চৌধুরী, ভায়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন উদ্দিন, পৌর আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মেহেদী মাসুদ প্রমুখ।

প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি প্রাথমিক-১১১,মাধ্যমিক-৭৭ উচ্চ মাধ্যমিক-১১ উচ্চতর-৬ মোট ৯ লাখ ১২ হাজার টাকা প্রদান করা হয়। এবং ২৭ জন ক্ষুদ্র ব্যবসায়ীদের ২০ হাজার টাকা করে মোট ৬ লাখ টাকা প্রদান করা হয়।
বিবি/জেজে




















