উড়োজাহাজ সংযোজনের মধ্য দিয়ে বহর শক্তিশালী করার পাশাপাশি রুট ও নেটওয়ার্ক সম্প্রারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স।
সে উদ্যোগের অংশ হিসাবে এবার ৫ম বোয়িং ৭৩৭-৮০০ যুক্ত হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে। এর ফলে বিমানের বহরে উড়োজাহাজের মোট সংখ্যা গিয়ে দাঁড়াল ১৪।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নতুন এই উড়োজাহাজটি যোগ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ।
বোয়িংটি বুধবার রাত ৩টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিবি/এমএ
























