নওগাঁর আত্রাইয়ে অভিযান চালিয়ে পিস্তল ও গ্রেনেড তৈরির সরঞ্জামাদিসহ নব্য জেএমবির পাঁচ সদস্যকে আটক করেছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার নওদুলি গ্রামে আত্রাই থানার সহযোগিতায় জেলা গোয়েন্দা পুলিশ এ অভিযান চালায়।
পুলিশ জানায়, ওই গ্রামে নব্য জেএমবির বেশ কয়েকজন সদস্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। প্রায় দুই ঘণ্টা অভিযানের পর পিস্তল, গুলি, ম্যাগজিন ও গ্রেনেড তৈরির সরঞ্জামাদিসহ তাদের পাঁচজনকে আটক করা হয়।
পুলিশের ধারণা, বড় ধরনের নাশকতার পরিকল্পনায় সংঘবদ্ধ হচ্ছিল তারা।