০৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

আওয়ামী লীগে কিছু পরগাছাও আছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগে আদর্শিক কর্মীদের সঙ্গে কিছু পরগাছাও আছে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মহিলা আওয়ামী লীগের এক আলোচনা সভায় সাংবাদিকদের পাঠানো চিরকুটের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সকালে ঢাকার আজিমপুরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একটি পক্ষ ছিল দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের অনুসারী, অপরটি দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের অনুসারী।

সকালের ওই ঘটনায় তিনটি মোটরসাইকেলে আগুন দেয়া ও প্রায় ২০টির মতো মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। এ বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে ওবায়দুল কাদের ওই মন্তব্য করেন।

সেতুমন্ত্রী বলেন, “শৃঙ্খলা নষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে বলা হয়েছে। দু-একজনকে গ্রেপ্তারও করা হয়েছে।”

তিনি বলেন, “অন্য কোনো সরকারের আমলে দলীয় কর্মীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ইতিহাস নেই। কিন্তু আওয়ামী লীগ সব সময় কারও বিরুদ্ধে অভিযোগ পেলে শুধু সাংগঠনিক নয়, প্রশাসনিক ব্যবস্থাও নিয়েছে।”

ট্যাগ :

আওয়ামী লীগে কিছু পরগাছাও আছে: ওবায়দুল কাদের

প্রকাশিত : ০৮:১২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগে আদর্শিক কর্মীদের সঙ্গে কিছু পরগাছাও আছে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মহিলা আওয়ামী লীগের এক আলোচনা সভায় সাংবাদিকদের পাঠানো চিরকুটের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সকালে ঢাকার আজিমপুরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একটি পক্ষ ছিল দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের অনুসারী, অপরটি দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের অনুসারী।

সকালের ওই ঘটনায় তিনটি মোটরসাইকেলে আগুন দেয়া ও প্রায় ২০টির মতো মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। এ বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে ওবায়দুল কাদের ওই মন্তব্য করেন।

সেতুমন্ত্রী বলেন, “শৃঙ্খলা নষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে বলা হয়েছে। দু-একজনকে গ্রেপ্তারও করা হয়েছে।”

তিনি বলেন, “অন্য কোনো সরকারের আমলে দলীয় কর্মীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ইতিহাস নেই। কিন্তু আওয়ামী লীগ সব সময় কারও বিরুদ্ধে অভিযোগ পেলে শুধু সাংগঠনিক নয়, প্রশাসনিক ব্যবস্থাও নিয়েছে।”