কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে চালু করা হয়েছে। ১৪ জুলাই, রোববার প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ হাবিবুর রহমান ফিতা কেটে বিক্রেতাবিহীন সততা স্টোরের কার্যক্রম উদ্বোধন করেন।
বিক্রেতাবিহীন সততা স্টোর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন্নাহার।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সহ-সভাপতি অধ্যক্ষ
রফিকুল ইসলাম খান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সাধারণ স¤পাদক অ্যাডভোকেট মো.
আব্দুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, সততা স্টোরে পণ্য থাকবে কিন্তু কোন দোকানদার থাকবে না, কোন প্রকার সিসি ক্যামেরা থাকবে না। সেখান থেকে প্রয়োজন মত পণ্য নিয়ে শিক্ষার্থীরা স্ব-উদ্যোগে ক্যাশ বাক্সে টাকা রাখবেন। একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও সততা চর্চার লক্ষ্যে এই সততা স্টোর চালু করা হয়েছে। সততা স্টোরের মাধ্যমে শিক্ষার্থীরা মূল্যবোধ ও জবাবদিহিতার শিক্ষা নিয়ে ভবিষ্যত জাতি গঠনে সততার স্বাক্ষর রাখবে।
বিবি/ইএম




















