০৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

শাহজাদপুরে কীটনাশক পানের ৫দিন পর গৃহবধূর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুরে কীটনাশক পানের ৫দিন পর এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত গৃহবধূর নাম আঞ্জুয়ারা বেগম (৩৫)। এই ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি ইউডি মামলা করেন।

মামলার এজাহারের বরাতে জানা যায় যে, শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের পাঁচ বাঙালা গ্রামের ইসহাক মোল্লার স্ত্রী তিন সন্তানের জননী আঞ্জুয়ারা বেগম দীর্ঘদিন মাথা ব্যাথায় ভুগছিলো। গত ১০ জুলাই প্রচন্ড মাথা ব্যাথা সহ্য করতে না পেরে রাতে স্বামীর অনুপস্থিতিতে কীটনাশক পান করে। পরদিন ১১ জুলাই আঞ্জুয়ারাকে পাবনা জেলার বেড়া হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে গত ১২ জুলাই শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানেও আঞ্জুয়ারার অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন। কিন্তু পরিবার চিকিৎসার খরচ যোগাতে ব্যার্থ হওয়ায় মুমুর্ষ অবস্থায়ই তাঁকে বাবার বাড়ী পার্শ্ববর্তী জগতলা বালিয়াটা পশ্চিমপাডায় নেওয়া হয়।
গত সোমবার দুপুরে বাবার বাড়ীতে আঞ্জুয়ারা বিষক্রিয়ায় মৃত্যু হয় বলে জানিয়েছে তার পিতা ময়েজ উদ্দিন ব্যাপারী।

এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, নিহতের লাশ রাতে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। গতকাল মঙ্গলবার ময়না তদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :

মেঘনা  উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক  নয়ন ও শহীদুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার

শাহজাদপুরে কীটনাশক পানের ৫দিন পর গৃহবধূর মৃত্যু

প্রকাশিত : ০১:৫১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯

সিরাজগঞ্জের শাহজাদপুরে কীটনাশক পানের ৫দিন পর এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত গৃহবধূর নাম আঞ্জুয়ারা বেগম (৩৫)। এই ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি ইউডি মামলা করেন।

মামলার এজাহারের বরাতে জানা যায় যে, শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের পাঁচ বাঙালা গ্রামের ইসহাক মোল্লার স্ত্রী তিন সন্তানের জননী আঞ্জুয়ারা বেগম দীর্ঘদিন মাথা ব্যাথায় ভুগছিলো। গত ১০ জুলাই প্রচন্ড মাথা ব্যাথা সহ্য করতে না পেরে রাতে স্বামীর অনুপস্থিতিতে কীটনাশক পান করে। পরদিন ১১ জুলাই আঞ্জুয়ারাকে পাবনা জেলার বেড়া হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে গত ১২ জুলাই শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানেও আঞ্জুয়ারার অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন। কিন্তু পরিবার চিকিৎসার খরচ যোগাতে ব্যার্থ হওয়ায় মুমুর্ষ অবস্থায়ই তাঁকে বাবার বাড়ী পার্শ্ববর্তী জগতলা বালিয়াটা পশ্চিমপাডায় নেওয়া হয়।
গত সোমবার দুপুরে বাবার বাড়ীতে আঞ্জুয়ারা বিষক্রিয়ায় মৃত্যু হয় বলে জানিয়েছে তার পিতা ময়েজ উদ্দিন ব্যাপারী।

এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, নিহতের লাশ রাতে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। গতকাল মঙ্গলবার ময়না তদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিজনেস বাংলাদেশ-/ ইএম