শ্বশুরবাড়ি ছেড়েছেন বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জি। তবে একা নন স্বামী আদিত্যকে সঙ্গে নিয়ে বাড়ি ছেড়েছেন তিনি। স্বামীর হাত ধরে উঠেছেন নতুন বাড়িতে। আর এরই মাধ্যমে নতুন করে খবরে এসেছেন অভিনেত্রী।
ভক্তদের জন্য সুখবর হলো কোনও ঝগড়া বা অশান্তির কারণে ‘চোপড়া ম্যানসন’ ছাড়েননি রানি ও আদিত্য। সম্প্রতি রানি ও আদিত্য ‘চোপড়া ম্যানসন’-এর সামনেই একটা বাড়ি কিনেছেন। সেখানেই মেয়ে আদিরাকে নিয়ে থাকবেন তারা। এতদিন জুহুতে বাবা যশ চোপড়ার বাড়িতে মা পামেলা চোপড়া ও ভাই উদয় চোপড়ার সঙ্গেই থাকতেন আদিত্য ও রানি।
জানা গেছে, মেয়ে আদিরাকে ক্যামেরার ফ্ল্যাশ ও মিডিয়ার লাইমলাইট থেকে দূরে রাখতে বাড়ি ছেড়েছেন তারা। তারা চান আদিরা আর পাঁচজন সাধারণ শিশুর মতোই বড় হোক। আদিত্য নিজেও নাকি মিডিয়ার সামনে যেতে পছন্দ করেন না। সে কারণেই তাদের নতুন বাড়িতে যাবার সিদ্ধান্ত।
বিবি/কেএইচ/