ময়মনসিংহের ভালুকায় খালের পানিতে ভেসে আসা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ভান্ডাব গ্রামের দরগারচালা এলাকায় স্থানীয় রুপির খালে পানিতে ভেসে আসা অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে ভালুকা মডেল থানা পুলিশ। রবিবার (২১জুলাই) সকালে মরদেহটি পানিতে ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
বেলা ১২টার দিকে ওই খাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। আনুমানিক চল্লিশোর্ধ বয়সী লোকটির পরনে কোনো কাপড় ছিলনা। পুলিশের ধারণা হত্যার পর মরদেহটি গুম করার উদ্যেশ্যে পানিতে ফেলে দেয়া হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ-/ ইএম




















