বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির মহাপরিচালক মো. ফিরোজ সালাউদ্দিন বলেছেন, রেডক্রিসেন্ট স্সোাইটি একটি মানবিক প্রতিষ্ঠান, এটি যে কোন দূর্যোগে মানুষের সাথে এক সাথে কাজ করে। তিনি আজ টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়ন পরিষদ মাঠে বন্যাত্রদের মাঝে জরুরী ত্রাণ বিতরনের অনুষ্ঠানে এ কথা বলেন। এ সময় মহাসচিব আরো বলেন টাঙ্গাইলে আমরা একটি ভয়াবহ বন্যা দেখতে পাচ্ছি। এই অঞ্চলে মানুষের যথেষ্ট ক্ষতি হয়েছে। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি তার সর্বোচ্চ পদক্ষেপ নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন রেডক্রিসেন্ট সোসাইটি হয়তো সব লোককে সাহায্য করতে পারবেনা। তবে সরকারের সাহায্যে কাজ করে যাচ্ছি। সরকার এবার যথেষ্ট সাহায্য দিয়েছে। যদি আমরা শৃংক্ষলা ভাবে বিতরন করতে পারে তাহলে মানুষের অভাব আর থাকবেনা। বন্যা পরবর্তী সময়েও ক্ষতিগ্রস্থদের সাথে কাজ করবে বলেও তিনি জানান।
ত্রাণ বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের সদস্য রবীন্দ্র মোহন সাহা, টাঙ্গাইল ইউনিটের সাধারণ সম্পাদক এম এ রৌফ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহানা আনছারী, ভাইচ চেয়ারম্যান নাজমুল হুদা নবীন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম খান, কাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।
এসময় ৩০০ পরিবারের মাঝে বাংলাদেশ রেডক্রিসেন্ট টাঙ্গাইল ইউনিটের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বিজনেস বাংলাদেশ-/ ইএম




















