মাথাকাটা’ও‘ছেলেধরা গুজবে সারাদেশে আতংক বিরাজ করছে। একের পর এক ঘটছে গণপিটুনির মত ঘটনা। সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় গণপিটুনির স্বীকার হয়ে নিহত হয়েছে বেশ কয়েকজন নিরীহ ব্যক্তি।
এতে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন।গতকাল (২৪জুলাই) বুধবার পদ্মা সেতু তৈরী করতে মানুষের মাথা লাগবে এরূপ গুজব সম্পর্কে কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) আবু সালাম চৌধুরীর উদ্যোগে দাউদকান্দি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, বাস ষ্টেশন, বিভিন্ন পরিবহন সহ পথচারীদের মাঝে গনসচেতনা মূলক লিফলেট ও প্রচারনা চালান।

আবু সালাম চৌধুরী বলেন, এ সময তিনি সাধারণ মানুষকে এই গুজবে কান না দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করেন । এবং কোথায় যদি অপরিচিত লোকের দেখা এবং সন্দেহ হয় তাদেরকে গুজব ছরিয়ে না মেরে প্রশাসনের হাতে তুলে দেওয়ার জন্য দাউদকান্দি উপজেলার মানুষকে অনুরোধ করেন । কোন প্রকার গুজবে কান দিয়ে আইন নিজের হাতে তুলে নিলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। অপরিচিত বা সন্দেহজনক কাউকে দেখলে থানা পুলিশের নিকট অথবা ৯৯৯ নাম্বারে কল করে জানাতে বলা হয় ।
এ সময় সাথে আরো উপস্থিত ছিলেন গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আ.স.ম আব্দুন নূর সহ অন্যান্য পুলিশ প্রশাসনের কর্মকর্তাগণ ।
বিজনেস বাংলাদেশ-/ ইএম


























