০২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

কবিতা ও প্রেম -ইমতিয়াজ আহমেদ

ভালোবাসার শব্দ বিন্যাস করতে করতে গভীর
ভালোবাসায় ডুবে যেতে চেয়েছিলে
অথচ ব্যাকরণ শেখা হয়নি তখনও, পড়ো নি
জীবনানন্দ, রবীন্দ্রনাথের শেষের কবিতাকে
কবিতা ভেবে প্রেমের পোশাকি চর্চায় হাতে নিয়েছিলে!

গাঢ় অন্ধকারে জোনাকির মৃদু আলোতে
আঁধারের সৌন্দর্যে পুলকিত বা ঝুম
বৃষ্টির শব্দের মাদকতায় ডুবে যেতে না পারলে
হৃদয়ে প্রেমের পূর্ণতা আসে না।

প্রেম মানে বয়ে চলা নদীর সংগীতে মুগ্ধতা,
প্রেম মানে শরতের কাঁশফুলের সৌন্দর্যে হারিয়ে যাওয়া
প্রেম মানে বসন্তের উদাসীনতা
প্রেম মানে কবিতায় ডুবে যাওয়া,
কবিমন উপলব্ধির!

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :

বীরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কবিতা ও প্রেম -ইমতিয়াজ আহমেদ

প্রকাশিত : ০৪:৩১:০৮ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯

ভালোবাসার শব্দ বিন্যাস করতে করতে গভীর
ভালোবাসায় ডুবে যেতে চেয়েছিলে
অথচ ব্যাকরণ শেখা হয়নি তখনও, পড়ো নি
জীবনানন্দ, রবীন্দ্রনাথের শেষের কবিতাকে
কবিতা ভেবে প্রেমের পোশাকি চর্চায় হাতে নিয়েছিলে!

গাঢ় অন্ধকারে জোনাকির মৃদু আলোতে
আঁধারের সৌন্দর্যে পুলকিত বা ঝুম
বৃষ্টির শব্দের মাদকতায় ডুবে যেতে না পারলে
হৃদয়ে প্রেমের পূর্ণতা আসে না।

প্রেম মানে বয়ে চলা নদীর সংগীতে মুগ্ধতা,
প্রেম মানে শরতের কাঁশফুলের সৌন্দর্যে হারিয়ে যাওয়া
প্রেম মানে বসন্তের উদাসীনতা
প্রেম মানে কবিতায় ডুবে যাওয়া,
কবিমন উপলব্ধির!

বিজনেস বাংলাদেশ-/ ইএম