অপহরণের তিন মাস পর বাসায় ফিরেছেন আইটি বিশেষজ্ঞ আতাউর রহমান শাহীন (৩৮)।
রোববার রাতে তিনি বাসায় ফেরেন বলে স্বজনরা জানান।
সোমবার সকালে শাহীনের ভায়রা মো. মঞ্জু বলেন, ‘শাহীন এখন এ বিষয়ে কিছুই বলছেন না।’
তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী হোসেন খান বলেন, ‘কে বা কারা শাহীনকে নিয়ে গিয়েছিল সে বিষয়ে তদন্ত হচ্ছে।’
প্রসঙ্গত, গত ২ মে রাত ৯টার দিকে রাজধানীর তেজগাঁও থেকে অপহৃত হন শাহীন। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার আকিজ হাউস অফিসের সামনের ফুটপাত থেকে তাকে কে বা কারা জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে তার সন্ধানে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় অভিযোগ করেন স্বজনরা।
বিজনেস বাংলাদেশ-/ ইএম


























