নাইজেরিয়ার একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মুবিতে এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন স্থানীয় এক সরকারি কর্মকর্তা।
আদামাওয়া স্টেটের পুলিশের মুখপাত্র আবুবকর অথম্যান বলেন, মুবি শহরের হামলায় ৫০ জন নিহত হয়েছেন। অনেকে গুরুতর আহত হয়েছেন। তাই মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
গত ডিসেম্বরে আদামাওয়া শহরে এক আত্মঘাতী বোমা হামলায় ৫৬ জন নিহত হয়েছিল। যেখানে দুই স্কুলছাত্রী আত্মঘাতী বোমা হামলা চালিয়েছিল।
উল্লেখ্য, ২০১৪ সালে বোকো হারাম জঙ্গি গোষ্ঠী মুবি শহরটি দখলে নেয়। তবে ২০১৫ সালে নাইজেরিয়ার সেনবাহিনী শহরটি দখলমুক্ত করে। সূত্র: রয়টার্স।
























