অ্যাপোয়েল নিকোশিয়ার বিপক্ষে ৬-০ ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। স্ট্রাইকার করিম বেনজেমা করেছেন দু’টি গোল। সেই সঙ্গে গোলের সাক্ষাৎ পেয়েছে অফফর্মে থাকা রোনালদোও। মূলত দু’জনের গোলে চ্যাম্পিয়নস লিগে অ্যাপোয়েল নিকোশিয়াকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছেন রিয়াল।
দলের সেরা তারকাদের গোল পাওয়ার দিন ছন্দে ফিরল রিয়াল মাদ্রিদও। আগের চার ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছিল দলটি। চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে অ্যাপোয়েলের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পেয়েছিল রিয়াল। তবে সাইপ্রাসে খেলতে গিয়ে এই দলটির বিপক্ষে এবার দাপুটে জয় পেল জিনেদিন জিদানের দলটি।

























