প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজ সাভারে আসছেন। এদিন সকাল ১০ টায় তাঁর সাভারে পৌঁছার কথা আছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক পথে সাভারের বিশমাইল এলাকায় সাভার সেনানিবাসে পৌঁছে সেনাবাহিনীর কমবাইন্ড মিলিটারি পুলিশ সেন্টার ও স্কুল উদ্বোধন করবেন। ইতোমধ্যে প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে প্রস্তুতি সম্পন্ন করেছে সাভার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের দু’পাশের অবৈধ স্থাপনা সড়িয়ে ফেলা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
এ বিষয়ে ঢাকা ১৯ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান বলেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রীর সাভারে আগমনকে কেন্দ্র করে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন টাঙানো হয়েছে। মহাসড়কের দু’পাশে স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে হাত নেড়ে শুভেচ্ছা জানাবে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সাভারে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে।
সফরে প্রধানমন্ত্রীর সাথে মন্ত্রী বর্গ, সেনাবাহিনীর প্রধানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।






















