০৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

ভুল সংকেতের কারণে দর্শনায় দুটি ট্রেনের সংঘর্ষ, আহত ৩

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় ভুল সংকেতের কারণে একটি মালবাহী ট্রেনের সঙ্গে একটি তেলবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি ট্রেনের চালকসহ তিনজন আহত হয়েছেন।
২৫ নভেম্বর শনিবার সকাল ৬টার দিকে দর্শনা হল্ট স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে খুলনা-ঢাকা, খুলনা-রাজশাহী ও খুলনা-চিলাহাটি রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আহতদের মধ্যে একজনের নাম রায়হান হাসান বলে জানা গেছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চুয়াডাঙ্গা স্টেশনের মাস্টার আবদুল খালেক জানান, ভুল সংকেত দেওয়ায় সকালে খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনটি (৬০০৪) রেলইয়ার্ডে ঢোকার আগে দর্শনা হল্ট স্টেশনে ঢুকে পড়ে। সে সময় ফরিদপুর থেকে আসা মালবাহী ট্রেনের (৬৪১১) সঙ্গে তেলবাহী ট্রেনটির সংঘর্ষ হয়।
এতে দুটি ট্রেনের ইঞ্জিনই দুমড়ে-মুচড়ে গিয়ে তিনজন আহত হন। এ ছাড়া রেল যোগাযোগও বন্ধ হয়ে যায়। উদ্ধারকাজ শুরু হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

কৃষকের মেরুদণ্ড শক্তশালী হলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে: ফারজানা শারমিন পুতুল

ভুল সংকেতের কারণে দর্শনায় দুটি ট্রেনের সংঘর্ষ, আহত ৩

প্রকাশিত : ১১:২১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় ভুল সংকেতের কারণে একটি মালবাহী ট্রেনের সঙ্গে একটি তেলবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি ট্রেনের চালকসহ তিনজন আহত হয়েছেন।
২৫ নভেম্বর শনিবার সকাল ৬টার দিকে দর্শনা হল্ট স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে খুলনা-ঢাকা, খুলনা-রাজশাহী ও খুলনা-চিলাহাটি রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আহতদের মধ্যে একজনের নাম রায়হান হাসান বলে জানা গেছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চুয়াডাঙ্গা স্টেশনের মাস্টার আবদুল খালেক জানান, ভুল সংকেত দেওয়ায় সকালে খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনটি (৬০০৪) রেলইয়ার্ডে ঢোকার আগে দর্শনা হল্ট স্টেশনে ঢুকে পড়ে। সে সময় ফরিদপুর থেকে আসা মালবাহী ট্রেনের (৬৪১১) সঙ্গে তেলবাহী ট্রেনটির সংঘর্ষ হয়।
এতে দুটি ট্রেনের ইঞ্জিনই দুমড়ে-মুচড়ে গিয়ে তিনজন আহত হন। এ ছাড়া রেল যোগাযোগও বন্ধ হয়ে যায়। উদ্ধারকাজ শুরু হয়েছে।