মায়ারাজ্য রূপালি পর্দার বর্তমান ক্রেজ পরীমনির প্রথম নায়ক জায়েদ খান। তাঁর সঙ্গে জুটি বেঁধে ‘ভালোবাসা সীমাহীন’ ছবিতে অভিনয় করেই হালের ক্রেজ পরীমনি।
সবশেষ জায়েদপরী জুটিকে দেখা যায় নগর মাস্তান আর বাহাদুরী ছবিতে।
তার আগে মালেক আফসারী পরিচালিত ‘অন্তর জ্বালা’ ছবিতে জায়েদ খানের নায়িকা হয়ে অভিনয় করেছেন পরীমনি।সামনে ১৫ডিসেম্বর ছবিটি মুক্তির অপেক্ষায় অাছে । এরইমধ্যে ‘অন্তর জ্বালা’র পোস্টার, টিজার দেখে নড়েচড়ে বসেছেন দর্শক। প্রত্যাশা- নায়ক মান্নাভক্তের কাহিনি নিয়ে নির্মিত ছবি সুপারহিট হবে!
এদিকে ‘অন্তর জ্বালা’ নিয়ে দারুণ আশাবাদী হালের ক্রেজ নায়িকা পরীমনি।পরীমনি তাই চিত্রনায়ক জায়েদ খানের প্রশংসা করে ফেসবুক স্ট্যাটাস ছুঁড়েন।
খপ্ করে ধরে তা নিয়ে সংবাদ প্রচার করে তরুণ প্রজম্মের অনলাইন পূর্বপশ্চিমবিডি.নিউজ ।
শিরোনাম: ছবির এই মানুষটাকে কেউ চেনেন?
‘অন্তর জ্বালা’ ছবির একটি লুকে জায়েদ খানের ছবি পোস্ট করে পরীমনি লিখেন, ছবির এই মানুষটাকে কেউ চেনেন? আমি বলছি কেউ চেনেন না। তিনি একজন অভিনেতা, একজন হিরো।
এখন হয়তো ভাবছেন এখানে নতুন কি বললাম! নতুন হলো এই যে, অভিনেতা-হিরো সব তার নতুন পরিচয়। যা আসলেই আগে কোনদিন ছিলো না তার। আর না আপনারা তাকে এই সম্বোধনে ডেকেছেন। কিন্তু তিনি এখানে একজন পরিপক্ক অভিনেতা।
প্রমাণ পাবেন ১৫ ডিসেম্বর হলে গিয়ে। আমি দেখেছি এই ছবিতে তার নিজেকে প্রমাণ করার সাধনা পরিশ্রম আর পুরোটা সময় জুড়ে কাজের প্রতি মনোযোগ আর ভালোবাসা।
একই সূত্রের তথ্য, এছবির পরিচালক মালেক আফসারী।এই ঘর এই সংসার- ছবির মত বহু সুপারহিট সিনেমার পরিচালক।
যোগ্য পরিচালকের গাইডলাইন শিল্পীকে ভেঙ্গে নতুন করে গড়ে। অন্তর জ্বালা কী আরেক উদাহরণ ?
‘মাস্টার মেকার’ মালেক আফসারীর ২৪তম চলচ্চিত্র ‘অন্তর জ্বালা’। পরিবেশনায় নায়ক মান্নার প্রযোজনা সংস্থা কৃতাঞ্জলি কথাচিত্র। জায়েদ-পরী ছাড়াও উল্লেখযোগ্য যাঁরা অভিনয় করেছেন- জয় চৌধুরী, মৌমিতা, চিকন আলী, বদ্দা মিঠু, মিজু আহমেদ, অমিত হাসান।
খোঁজ নিয়ে জানা গেছে, বিজয় দিবস উপলক্ষে মুক্তি পেতে যাওয়া ‘অন্তর জ্বালা’ ছবিটি এরই মধ্যে রেকর্ড গড়েছে। মুক্তি পেতে যাচ্ছে ১৭৫টি সিনেমা হলে।
পরীমনি বলে কথা! তাঁর ছবির হল সংখ্যা তো আরো বাড়তে -ই পারে।