পিরোজপুরে জেলার কাউখালী ও মঠবাড়িয়া উপজেলায় পৃথক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। শনিবারে ওই দুই উপজেলায় এই পৃথক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামের সৌদি প্রবাসি মো. ইব্রাহিম মুন্সির ছেলে আবু আব্দুল্লাহ (৩) ও কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রামের মৃত মৌলভী হেলাল উদ্দিনের ছেলে আব্দুস সালাম (৭৮)।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কে.এম তারিকুল ইসলাম জানান, এদিন উপজেলার সাপলেজা ইউনিয়নের কচুবাড়িয়া বেরিবাধ সড়কে শিশু আবু আব্দুল্লাহ তার বাড়ির সামনে খেলছিল। এ সময় ইট পরিবহনের একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। মূমুর্ষূ অবস্থায় পরিবারের লোকজন ও গ্রামবাসী শিশুটিকে উদ্ধার করে মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ খবর পেয়ে দুপুরে হাসপাতাল থেকে শিশুটির লাশ উদ্ধার করে এবং ট্রলিটি আটক করে। তবে এ সময় ট্রলি চালক মো. ইলিয়াস মিয়া পালিয়ে যান।
শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এ ঘটনায় নিহত শিশুর পরিবারের পক্ষ হতে থানায় মামলার প্রস্তুতি চলছে।
এদিকে, কাউখালী থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, শনিবার সকালে কাউখালী-ভান্ডারিয়া- ভিটাবাড়িয়া সড়কের হাওলাদার হাট নামকস্থানে ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উঠে যায়। এতে ইজি বাইকের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান আব্দুস সালাম।
এ ঘটনায় ইজি বাইকটি আটক এবং মামলা দায়ের করা হয়েছে।





















