০৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

অক্টোবর বিল্পব অমর হয়ে থাকবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, যতদিন মানুষের মুক্তির আকাঙ্ক্ষা থাকবে, ততদিন অক্টোবর বিল্পব অমর ও অক্ষয় হয়ে থাকবে।

শনিবার রাজধানীর ধানমন্ডিতে রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রে অক্টোবর বিপ্লবের শতবর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা, চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশ-রাশিয়া মৈত্রী সমিতির উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আ ক ম মোজাম্মেল হক বলেন, বিশ্বের নির্যাতিত-নিপীড়িত মানুষ অক্টোবর বিল্পব থেকে শক্তি সঞ্চয় করে আজও মুক্তির আকাক্সক্ষাকে বেগবান করছে। অক্টোবর বিপ্লব মহান মুক্তিযুদ্ধকে প্রভাবিত করেছিল। এই বিপ্লব না হলে সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের জন্ম হতো না।

তিনি বলেন, সোভিয়েত ইউনিয়নের সৃষ্টি না হলে একাত্তরের বাংলাদেশের পক্ষ হয়ে কেউ জাতিসংঘে দাঁড়াতে পারতো না। স্বাধীনতা সংগ্রাম আরও দীর্ঘতর হতো।

মৈত্রী সমিতির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য আবদুল মান্নান খান, সাবেক এমপি কবি রুবি রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য হাসনাত তারেক চৌধুরী, ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসের প্রথম সচিব আলেকজেন্ডার পেত্রেভেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার।

ট্যাগ :
জনপ্রিয়

কৃষকের মেরুদণ্ড শক্তশালী হলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে: ফারজানা শারমিন পুতুল

অক্টোবর বিল্পব অমর হয়ে থাকবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

প্রকাশিত : ০৯:৪৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, যতদিন মানুষের মুক্তির আকাঙ্ক্ষা থাকবে, ততদিন অক্টোবর বিল্পব অমর ও অক্ষয় হয়ে থাকবে।

শনিবার রাজধানীর ধানমন্ডিতে রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রে অক্টোবর বিপ্লবের শতবর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা, চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশ-রাশিয়া মৈত্রী সমিতির উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আ ক ম মোজাম্মেল হক বলেন, বিশ্বের নির্যাতিত-নিপীড়িত মানুষ অক্টোবর বিল্পব থেকে শক্তি সঞ্চয় করে আজও মুক্তির আকাক্সক্ষাকে বেগবান করছে। অক্টোবর বিপ্লব মহান মুক্তিযুদ্ধকে প্রভাবিত করেছিল। এই বিপ্লব না হলে সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের জন্ম হতো না।

তিনি বলেন, সোভিয়েত ইউনিয়নের সৃষ্টি না হলে একাত্তরের বাংলাদেশের পক্ষ হয়ে কেউ জাতিসংঘে দাঁড়াতে পারতো না। স্বাধীনতা সংগ্রাম আরও দীর্ঘতর হতো।

মৈত্রী সমিতির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য আবদুল মান্নান খান, সাবেক এমপি কবি রুবি রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য হাসনাত তারেক চৌধুরী, ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসের প্রথম সচিব আলেকজেন্ডার পেত্রেভেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার।