নওগাঁর মান্দা উপজেলায় বাস খাদে পড়ে দু’জন নিহত হয়েছেন। রোববার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার স্বতীহাট পঞ্চমীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পূবালী ব্যাংক সান্ততাহার শাখার কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ জেলার আব্দুর রহিম ও বাসের হেল্পার ইসলাম।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, সকালে তিশা পরিবহন নামে একটি বাস রাজশাহী থেকে নওগাঁ যাচ্ছিলো। পথে পঞ্চমীতলা নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই দু’জন মারা যায়। এসময় আহত হন বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর পর চালক পালিয়ে গেছে।





















