নতুনকরে আরও তিনটি ব্যাংকের অনুমোদন দেয়া হবে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে ব্যাংকগুলোর নাম প্রকাশ করেননি তিনি।
সোমবার রাজধানীর ঢাকা ক্লাবে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) এবং বাংলাদেশ ইনস্টিটিউশন ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি) আয়োজিত বীমা বিষয়ক এক সেমিনার শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
দেশে ব্যাংক খাতের অবস্থা এমনিতেই ভালো নয় এবং ব্যাংকের সংখ্যাও অনেক বেশি। আরও ব্যাংক দিলে সমস্যা আরও বাড়বে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মুহিত বলেন, ‘এটা কোন বিষয় না। যাদের সমস্যা আছে সেগুলোর মার্জারের সুযোগ রয়েছে। লিকুইডিটি (তারল্য) মানির ওপরও প্রভিশন সংরক্ষণ করা আছে।’
বাংলাদেশে অনেক ব্যাংকের অনুমোদন দেয়া হলেও এখন পর্যন্ত ব্যাংকিং কার্যক্রমের আওতার বাইরে অনেক এলাকা রয়েছে জানিয়ে করে মন্ত্রী বলেন, সেসব এলাকায় ব্যাংকিং কার্যক্রম চালু করতে হবে।
দেশের বীমা খাত অবেহেলিত উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এই সেক্টরকে গতিশীল করতে হলে প্রথমেই বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমিকে (বিআইএ) একটিভ করতে হবে। তার কারণ বীমা একাডেমি এখন মৃত। এটাকে জীবন দান করতে হবে।
























