ডেঙ্গুতে সোমবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিলো ৩৪২ জন।
বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতার কারণে সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা হ্রাস পেয়েছে। সরকারি ও বেসরকারি উদ্যোগে সচেতনতাসহ নানা কর্মসূচী গ্রহণের কারণে ডেঙ্গু পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। আর নতুন করে আক্রান্ত ও মৃতের সংখ্যাও হ্রাস পেয়েছে।
সরকারি পরিসংখ্যানে জুন থেকে বেশি মাত্রায় ডেঙ্গুর প্রকোপ শুরু হলেও আক্রান্তের সংখ্যার তুলনায় জুলাইয়ে বেশি ডেঙ্গু রোগী মারা গেছেন। ওই মাসে ১৬ হাজার রোগীর বিপরীতে ৩২ রোগীর মৃত্যু ঘটে। আক্রান্তের সংখ্যার বিবেচনায় জুলাই ও সেপ্টেম্বরের মধ্যে তেমন পার্থক্য নেই।
সেপ্টেম্বরে মাত্র ৪ ডেঙ্গু রোগীর মৃত্যু ঘটেছে। আর আগস্টে ৫২ হাজার ডেঙ্গু রোগীর বিপরীতে মৃতের সংখ্যা ছিলো ৩৭ জন। রোববার বরিশালে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান




















